নিজস্ব প্রতিবেদক: আগামী ১০ অক্টোবর সখীপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে সাধারণ সম্পাদক প্রার্থী ঘোষণা করলেন ফজলুল হক বাপ্পা। আজ বুধবার সখীপুর প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তিনি নিজেকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী ঘোষণা দেন। ফজলুল হক বাপ্পা টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহসভাপতি, এর আগে তিনি ৯১ সালে উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক, ২০০৪ সালে তিনি স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছিলেন। তিনি একজন বীর মুক্তি যোদ্ধার সন্তান। তিনি ৮৩ সাল থেকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত আছেন বলে তাঁর বক্তব্যে তুলে ধরেন।
তিনি সামাজিক নানা কর্মকাণ্ডের সঙ্গে জড়িত আছেন বলে জানান।
Leave a Reply