
নিজস্ব প্রতিবেদকঃ সখীপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন স্থগিত করা হয়েছে। উপজেলার চারটি ইউনিয়নে নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। গত ২৬ সেপ্টেম্বর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামি ১০ অক্টোবর সখীপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হওয়ার কথা ছিল। বৃহস্পতিবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত শিকদার বলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত) মির্জা আজম এমপি’র নির্দেশে উপজেলা আওয়ামী লীগের সম্মেলন আপাতত স্থগিত করা হয়েছে। সুবিধাজনক সময়ে পুনরায় সম্মেলনের তারিখ ঘোষণা করা হবে।