নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে ব্যক্তি উদ্যোগে ৩০ জন দরিদ্র নারীকে সেলাই মেশিন দেওয়া হয়েছে। চার মাস প্রশিক্ষণ শেষে শনিবার সকালে ওই নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়। এভালন প্রপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক মনিরুজ্জামান এ উদ্যোগ নেন। এ উপলক্ষে বহেরাতৈল বাজারে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ডেসকোর পরিচালক এবং কেন্দ্রিয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ-কমিটির সদস্য প্রকৌশলী আতাউল মাহমুদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
অনুষ্ঠান উদ্বোধন করেন সখীপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল গফুর। এভালন প্রপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক মনিরুজ্জামানের সভাপতিত্বে অন্যদের মধ্যে সখীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সখীপুর বার্তার সম্পাদক শাকিল আনোয়ার, বহেরাতৈল উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ উদ্দিন, সমাজ সেবক ফকির আমিনুল ইসলাম, সাঈদ প্রমুখ বক্তব্য দেন।