নিজস্ব প্রতিবেদক: সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নাম প্রস্তাব করা হয়েছে। এতে দুটি পক্ষ পাল্টাপাল্টিভাবে চেয়ারম্যান প্রার্থীদের নাম প্রস্তাব করেছে। ফলে দুইপক্ষ মিলে নাম এসেছে ১০জনের।
কাকড়াজান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সম্পাদকের সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার দুপুরে উপজেলার মহানন্দপুর বাজারে ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু তাহের বিএসসির নেতৃত্বে প্রার্থী বাছাইয়ের উদ্দেশে সভা ডাকা হয়।
ওই সভায় আওয়ামী লীগ নেতা দুলাল হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্মসম্পাদক ফরিদুজ্জামান ফরিদ, আনোয়ার হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা শফিকুল ইসলাম শফী ও ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক আসাদুল ইসলামের নাম প্রস্তাব করা হয়।
অন্যদিকে একই সময়ে তৈলধারা বাজারে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল খালেকের নেতৃত্বে সভায় আরও পাঁচ প্রার্থীর নাম প্রস্তাব করা হয়। প্রার্থীরা হলেন- বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক তারিকুল ইসলাম বিদ্যুৎ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য রফিকুল ইসলাম, জেলা কৃষকলীগের প্রচার সম্পাদক আবদুল মালেক ওরফে শুকুর মেলিটারি, উপজেলা সেচ্ছাসেবক লীগের সহসভাপতি নাজমুল হুদা এবং ইউনিয়ন আওয়ামী লীগের প্রয়াত সভাপতি তুলা তালুকদারের ছেলে মাসুদ তালুকদার।
এ বিষয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল খালেক বলেন, আমাদের দলীয় কার্যালয়ে সভা করে প্রার্থী বাছাই করা হয়েছে। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলাদাভাবে সভা করে যে তালিকা করেছেন তা ইউনিয়ন আওয়ামী লীগের কোনো বিষয় নয়।
এদিকে ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু তাহের বিএসসি বলেন, ইউনিয়ন আওয়ামী লীগের একটি বৃহৎ অংশ মহানন্দপুর বাজারে সভা করে জনপ্রিয় ও গ্রহণযোগ্য প্রার্থীদের একটি তালিকা করেছি।
এ বিষয়ে কাকড়াজান ইউনিয়নের প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে উপজেলা আওয়ামী লীগ মনোনীত প্রতিনিধি
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডিএম শরিফুল ইসলাম শফি বলেন, দুইপক্ষকে একত্র করার চেষ্টা করেছি। কিন্তু তাঁরা সমঝোতায় আসতে না পারায় আমি কোনো পক্ষের কাগজেই স্বাক্ষর করিনি। বিষয়টি উপজেলা ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দকে অবগত করা হয়েছে।
উল্লেখ্য, আগামী ১১ নভেম্বর ২য় ধাপে কাকড়াজান ইউনিয়নসহ উপজেলার চারটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের জীবন বৃত্তান্ত পাঠাতে বলা হয়। ওই প্রার্থী বাছাইয়ের প্রথম ধাপেই কাকড়াজান ইউনিয়ন আওয়ামী লীগ দ্বন্দ্বে লিপ্ত হলো।
–এসবি/ডেস্ক
Leave a Reply