সখীপুরে ইউপি নির্বাচনে ৪টি ইউনিয়নে আ.লীগের মনোনয়ন পেলেন যারা

নিজস্ব প্রতিবেদকঃ সখীপুর উপজেলায় ৪ টি ইউনিয়নে আগামি ১১ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই ৪ ইউনিয়নে নৌকার প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী যাচাই-বাছাই করে ৯ অক্টোবর রাতে নৌকা প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

১নং কাকড়াজান ইউনিয়নে উপজেলা আ’লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান তারিকুল ইসলাম বিদ্যুত, ২নং বহেড়াতৈল ইউনিয়ন আ’লীগের সভাপতি ওয়াদুদ হোসেন, যাদবপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও স্থানীয় সংসদ সদস্যের অনুজ একেএম আতিকুর রহমান আতোয়ার, এবং বহুরিয়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান গোলাম কিবরিয়া সেলিমকে আওয়ামী লীগের নৌকা প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

Author: Ismail Hossain

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *