নিজস্ব প্রতিবেদকঃ ‘মুজিববর্ষে পুলিশ নীতি,জনসেবা আর সম্প্রীতি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সখীপুর থানার আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সখীপুর থানা চত্ত্বরে আলোচনা সভা শেষে শোভাযাত্রাটি পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) একে সাইদুল হক ভূঁইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য উপস্থাপন করেন উপজেলা পরিষদের জুলফিকার হায়দার কামাল, উপজেলা আ.লীগের সভাপতি কুতুব উদ্দিন আহমেদ, প্রেসক্লাব সভাপতি ইকবাল গফুর,সাবেক সভাপতি শাকিল আনোয়ার, হাতিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ রহিজ উদ্দিন, উপজেলা মহিলা আ.লীগের সভাপতি মোসলিমা খাতুন, দাড়িয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনছার আলী আসিফ কাকড়াজান ইউনিয়ন আ.লীগের সভাপতি মো.আব্দুল খালেক, বীরমুক্তিযোদ্ধা শামছুল আলম, ও সি (তদন্ত) ছাইফুল ইসলাম প্রমুখ।
Leave a Reply