নিজস্ব প্রতিবেদক: সখীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অধিকার আদায়ের অন্যতম নেতা সখীপুর উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান রবীন্দ্র কুমার বর্মণ মৃত্যু বরণ করেছেন। আজ শুক্রবার সকালে তিনি নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হোন। স্বজনরা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বয়স হয়েছিলো (৬৬) বছর। উপজেলার মহানন্দপুর নিজ বাড়িতে তাঁর সৎকার করা হবে।
তাঁর আত্মার শান্তি কামনা করে শোক প্রকাশ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা চিত্রা শিকারী, বাংলাদেশ বর্মণ যুব পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রতাপ বর্মণসহ ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির নেতাকর্মীরা।
Leave a Reply