নিজস্ব প্রতিবেদকঃ বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম -এর গঠিত কৃষক শ্রমিক জনতা লীগ আসন্ন স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিবে বলে জানিয়েছেন দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান খোকা বীরপ্রতীক। শনিবার সন্ধ্যায় টাঙ্গাইলের সখীপুরে দলীয় কার্যালয়ে এক মতবিনিময় সভায় এ তথ্য নিশ্চিত করেছেন তিনি। উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের আহবায়ক আব্দুস সবুর মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা কমিটির সভাপতি এ্যাডভোকেট রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক এটিএম সালেক হিটলু, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম সরকার লাল, আহবায়ক কমিটি সদস্য মো. দুলাল হোসেন, আশিক জাহাঙ্গীর, আলমগীর সিদ্দিকী, সানোয়ার হোসেন, আসলাম সিকদার নোভেল, যুব আন্দোলন নেতা আবু রায়হান, নুরুল ইসলাম খান সাগর, ছাত্র আন্দোলন নেতা সাইফুল ইসলাম শাফি প্রমুখ।
উল্লেখ্য, দ্বিতীয় ধাপে সখীপুরে বহেড়াতৈল, কাকড়াজান, যাদবপুর, বহুরিয়া এই চারটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।