নিজস্ব প্রতিবেদক: সখীপুরের যাদবপুর ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে একক প্রার্থী করার প্রস্তাবনা গ্রহণ করা হয়েছে। রোববার সকালে যাদবপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে একেএম আতিকুর রহমান আতোয়ারকে একক প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়। আতোয়ার উপজেলা আ.লীগের সদস্য ও স্থানীয় সংসদ সদস্য এড. জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহেরের সহোদর। এসময় ইউনিয়ন আ.লীগের সভাপতি বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলামসহ উপজেলা নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
একেএম আতিকুর রহমান আতোয়ার বলেন, এককভাবে আমার নাম প্রস্তাব করায় আমি ইউনিয়ন আ.লীগের নেতাকর্মীদের কৃতজ্ঞতা জানাই।
Leave a Reply