নিজস্ব প্রতিবেদক: উপজেলার নলুয়ায় নির্বাচনী ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার যাদবপুর ইউনিয়নের নলুয়া বাজারে আওয়ামী লীগের দলীয় কার্যালয় চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে আগামী ১১ নভেম্বর ইউপি নির্বাচনে ওই ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতিকুর রহমান আতোয়ারকে বিজয়ী করতে একাত্মতা প্রকাশ করেন ছাত্ররা। টাঙ্গাইল জেলা ছাত্রলীগের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সোহেল সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
যাদবপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আল-আমিন আহমেদের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক তানভীরুল ইসলাম হিমেল, রনি আহমেদ, শফিউল আলম মুকুল, রাশেদুল হাসান জনি, উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম শরিফ, সাধারণ সম্পাদক রাসেল আল মামুন প্রমুখ।
এ সময় যাদবপুর ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতিকুর রহমান আতোয়ারসহ ছাত্রলীগের উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রনি আহমেদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী, দেশরত্ন, বিশ্ব মানবতার মা, জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমাদের সব সময় ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামী ১১ নভেম্বরের ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাঁর মনোনীত সকল প্রার্থীকেই নৌকা মার্কায় বিপুল ভোটে বিজয়ী করে ঘরে ফিরতে হবে। এজন্য আমাদের সবাইকে জোরালো ভূমিকা রাখতে হবে।
–এসবি/সানি
Leave a Reply