বিজয়ীদের রঙিন উদযাপন

সাইফুল ইসলাম সানি: সখীপুরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিজয়ীরা রঙিন উদযাপনে মেতে উঠেছেন । বৃহস্পতিবার  (নির্বাচনের দিন) সন্ধ্যার পর থেকে শনিবার বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন গ্রামে এই উৎসবের চিত্র দেখা গেছে। বিজয়ী চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য ও সাধারণ ইউপি সদস্যরা সবাই উৎসবে মেতেছে। শনিবার দুপুরেও বিভিন্ন গ্রামে এই বিজয় উৎসব লক্ষ্য করা গেছে।

বহুরিয়া ইউনিয়নের বিজয় উৎসবের চিত্র। ছবি: সখীপুর বার্তা।

নির্বাচন হওয়া ইউনিয়নের কয়েকটি গ্রাম ঘুরে দেখা যায়, ফলাফল ঘোষণার পর শুক্রবার সকাল থেকেই বিজয়ী প্রার্থীদের কর্মী সমর্থকরা আনন্দ মিছিল করছে। এসময় তারা বিজয়ীদের গলায় টাকার মালা পরিয়ে ব্যান্ডপার্টি বাজনা বাজিয়ে নিজেদের মধ্যে রঙারঙিতে মেতে ওঠছেন। আনন্দ মিছিলে যোগ দিয়েছেন মহিলা, কিশোর, যুবক ও বৃদ্ধসহ নানা শ্রেণি-পেশার লোকজন। মিছিল নিয়ে নির্বাচনী এলাকা ঘুরে বেড়াচ্ছেন। বিজয়ী প্রার্থী স্থানীয় মুরুব্বী ও কর্মী-সমর্থকদের সঙ্গে হাত মেলাচ্ছেন কোলাকুলি করছেন।

কাকড়াজান ইউনিয়নে বিজয় উদযাপন।

উপজেলার যাদবপুর ইউনিয়নের এক বিজয়ী  ইউপি সদস্য প্রার্থীর সমর্থক সিরাজ সিদ্দিকী বলেন, অনেক প্রতীক্ষা ও পরিশ্রমের পর কাঙ্খিত বিজয় ঘরে এসেছে। তাই এই বিজয়কে একটু সবাই মিলে উদযাপন করছি।

এ বিষয়ে প্রধান শিক্ষক শাহজাহান মিঞা বলেন, বিজয়ী প্রার্থীর কর্মী-সমর্থকরা বাঁধভাঙা বিজয়ের উল্লাসে মেতে উঠবে এটাই স্বাভাবিক। তবে এই বিজয় মিছিল ও রঙারঙি যেনো অন্যের কষ্টের কারণ না হয়ে দাঁড়ায় সে বিষয়টিও বিজয়ীদের মাথায় রাখতে হবে।

এসবি/সানি

Author: sp-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *