সখীপুরে কৃষকের মাঝে সার-বীজ বিতরণ

নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে ৩ হাজার ৩৪০ জন কৃষকের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। গত শনিবার দুপুরে উপজেলা প‌রিষদ মিলনায়ত‌নে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠা‌নে প্রধান অতিথি হি‌সেবে উপ‌স্থিত ছি‌লেন স্থানীয় সাংসদ অ্যাড‌ভো‌কেট জোয়াহেরুল ইসলাম।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চিত্রা শিকারীর সভাপতিত্বে উপজেলা প‌রিষদ চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, মহিলা অাওয়ামী লীগের সভাপতি মোসলিমা খাতুন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) একে সাইদুল হক ভূঁইয়া, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফা অানোয়ার, উপজেলা কৃষি কর্মকর্তা নিয়ন্তা বর্মন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাজ্জাদুর রহমান, ইসমত অারা খাতুন, প্রেসক্লাব সভাপতি ইকবাল গফুর, সাধারণ সম্পাদক সাজ্জাত লতিফ, ইউসিসিএ লিমিটেডের চেয়ারম্যান কেবিএম রুহুল আমিন, অাওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর তারেক প্রমুখ উপস্থিত ছিলেন।

Author: Ismail Hossain

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *