সখীপুরে খোকা মিয়া কৃষি সমাচার ও পাঠাগার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরের হাতীবান্ধা তালিমঘর গ্রীন হ্যাভেন এর আয়োজনে খোকা মিয়া কৃষি সমাচার ও পাঠাগার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২ নভেম্বর ) সকাল ১১ টায় এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

‘লাল মাটিতে ফলের বাগান, সফলতায় করনীয়’শীর্ষক আলোচনা সভায় তালিমঘর গ্রীন হ্যাভেনের চেয়ারম্যান অধ্যাপক ডা.আব্দুস সামাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাসাইল-সখীপুরের সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আ.লীগের সভাপতি এড.জোয়াহেরুল ইসলাম। উপজেলা নির্বাহী অফিসার চিত্রা শিকারী অনুষ্ঠানের উদ্বোধন করেন। এছাড়াও অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আমিন শরীফ সুপন, বছরব্যাপী ফল উৎপাদনের প্রকল্প পরিচালক ডা.মেহেদী মাসুদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ির প্রাক্তন প্রকল্প পরিচালক মোঃ আব্দুল আওয়াল উপজেলা পরিষদ চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শওকত শিকদার,সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একে সাইদুল হক ভূঁইয়া, প্রেসক্লাব সভাপতি ইকবাল গফুর, সাধারণ সম্পাদক সাজ্জাত লতিফ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নিয়ন্তা বর্মণ, ক্যাম্পাসের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি নাসরিন বেগম, কৃষি সম্প্রসারণ অফিসার সাজ্জাদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

Author: Ismail Hossain

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *