
নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে একটি মাদ্রাসা পরিচালনা কমিটির গঠনে অনিয়মের প্রতিবাদে মানবন্ধন ও প্রতিবাদ সভা করেছে এলাকাবাসী। উপজেলার কাকড়াজান ইউনিয়নের মুন্সিগঞ্জ মোকছেদিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগে এ কর্মসূচি পালন করা হয়। এর প্রতিবাদ জানিয়ে রোববার সকালে ওই এলাকার খুংগারচালা বাজারে মানববন্ধন ও বিক্ষোভ করে এলাকাবাসী। মানববন্ধনে আ. মান্নান, মঞ্জুরুল ইসলাম মঞ্জু, ইউনুস আলী প্রমুখ বক্তব্য দেন। বক্তারা বলেন, নিয়মের তোয়াক্কা না করে মাদ্রাসার সুপার আকবর হোসেন ইচ্ছে মতো ম্যানেজিং কমিটি গঠন করেছে। এসময় কমিটি বাতিল করে পুনরায় ম্যানেজিং কমিটির নির্বাচনের দাবি জানান এলাকাবাসী। মাদ্রাসার সুপার আকবর হোসেন বলেন, নিয়ম মেনেই ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে। এতে অনিয়ম হয়নি। সব কিছুই বৈধভাবে হয়েছে।