নিজস্ব প্রতিবেদক: আগামী ১৯ ডিসেম্বর সখীপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলামের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি বিষয়টি নিশ্চিত করেন।
আওয়ামী লীগের উপজেলা কমিটির সাধারণ সম্পাদক শওকত শিকদার বলেন, এর আগে ১০ অক্টোবর সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছিল। ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ায় ওই সময় সম্মেলন স্থগিত করা হয়। আগামী ১৯ ডিসেম্বর উৎসবমুখর পরিবেশে সম্মেলন অনুষ্ঠিত হবে।
–এসবি/শাকিল
Leave a Reply