সখীপুর থানার ওসি ও এসআই টাঙ্গাইল জেলায় শ্রেষ্ঠ

নিজস্ব প্রতিবেদকঃ সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এ. কে সাইদুল হক ভূঁইয়া টাঙ্গাইল জেলায় শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হয়েছেন। এদিকে অপরাধ দমনে শ্রেষ্ঠ উপ-পরিদর্শক (এস.আই) হিসেবে নির্বাচিত হয়েছেন মো. মনিরুজ্জামান (নিঃ)। মঙ্গলবার দুপুরে পুলিশ সুপারের মাসিক ক্রাইম কনফারেন্সে তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শরফুদ্দীন, সহকারি পুলিশ সুপার (সখীপুর সার্কেল) আব্দুল মতিন প্রমুখ।

সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এ. কে সাইদুল হক ভূঁইয়া বলেন, থানার সকল কর্মকর্তাদের সহযোগিতায় আমার অর্পিত দায়িত্ব পালন করেছি। সেই দায়িত্ব পালনে পুলিশ সুপার মহোদয়ের মাসিক মূল্যানে আমি শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হয়েছি। এবং আমার থানার এস.আই মো. মনিরুজ্জামান শ্রেষ্ঠ উপপরিদর্শক হিসাবে নির্বাচিত হয়েছে। এতে আমি ও থানার সকল স্টাফ আনন্দিত ও পুলিশ সুপার মহোদয়ের প্রতি কৃতজ্ঞ।
উপ-পরিদর্শক (এস.আই) মো. মনিরুজ্জামান বলেন, ওসি স্যারের সার্বিক সহযোগিতায় আমার দায়িত্ব পালন করেছি। তার মূল্যায়নের প্রেক্ষিতে আমি শ্রেষ্ঠ এস.আই নির্বাচিত হয়েছি। আমি খুবই আনন্দিত।

Author: Ismail Hossain

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *