নিজস্ব প্রতিবেদকঃ সখীপুর-বাটাজোর সড়কের পুনর্বাসন কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে স্থানীয় সাংসদ ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম ৯.২২ কিলোমিটার সড়কটির পুনর্বাসন কাজের উদ্বোধন করেন। এসময় অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, স্থানীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শওকত শিকদার, অধ্যক্ষ রফিক-ই-রাসেল, ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান আতোয়ার প্রমুখ উপস্থিত ছিলেন। উপজেলা এলজিইডি’র প্রকৌশলী হাসান ইবনে মিজান জানান, আরসিসি ও কার্পেটিং মিলে ৯২২০ মিটার দৈর্ঘ্য এবং ১৮ ফুট প্রস্থের সড়কটির পুনর্বাসন কাজ শুরু হচ্ছে। কাজটি বাস্তবায়ন করবে মেসার্স দাস ট্রেডার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। যার ব্যয় ধরা হয়েছে ১৩ কোটি ২৬ লাখ ৬৬ হাজার ৯৮৩ টাকা।
Leave a Reply