নিজস্ব প্রতিবেদক: সখীপুরে চারটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে দু’টিতে আওয়ামী লীগ ও দু’টিতে স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছেন। যাদবপুর ইউনিয়নে আ.লীগ প্রার্থী একেএম আতিকুর রহমান আতোয়ার (নৌকা) পেয়েছেন ১০২৯১ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী খন্দকার বজলুর রহমান বাবুল (আনারস) পেয়েছেন ৬১৫৮ ভোট। বহেরাতৈল ইউনিয়নে মো. ওয়াদুদ হোসেন (নৌকা) পেয়েছেন ৯০৪২ ভোট, স্বতন্ত্র প্রার্থী গোলাম ফেরদৌস (আনারস) পেয়েছেন ৬১৪৭ ভোট। কাকড়াজানে স্বতন্ত্র প্রার্থী দুলাল হোসেন (আনারস) পেয়েছেন ১৪৯৪৩ ভোট, তারিকুল ইসলাম বিদ্যুত (নৌকা) পেয়েছেন ৬৮৭৫ ভোট। বহুরিয়ায় স্বতন্ত্র প্রার্থী সরকার নূরে আলম মুক্তা (মোটরসাইকেল) পেয়েছেন ৮৭০৯ ভোট এবং গোলাম কিবরিয়া সেলিম (নৌকা) পেয়েছেন ৬২১৭ ভোট।
–এসবি/সানি
Leave a Reply