নিজস্ব প্রতিবেদক: সখীপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচন শতভাগ সহিশুদ্ধ হবে। এ নিয়ে কোন ধরনের সন্দেহ সংশয়ের অবকাশ নেই। সরকার চায় একটি অবাধ নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন। বিশ্বাসযোগ্য ও উৎসবমখর পরিবেশে জনগণ যাতে তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে তার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। বুধবার বিকেলে উপজেলা প্রশাসন আয়োজিত প্রার্থীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো: আতাউল গনি এসব কথা বলেন। তিনি ভালো একটি নির্বাচন করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন। উপজেলা নির্বাহী অফিসার চিত্রা শিকারীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, সিনিয়র নির্বাচন অফিসার এএইচএম কামরুল হাসান, র্যাব – টাঙ্গাইলের কম্পানি কমান্ডার আবদুল্লাহ আল মামুন। অন্যান্যের মধ্যে অফিসার ইন-চার্জ একে সাইদুল হক ভূঁইয়া, রিটার্নিং অফিসার আতাউল হক মজনু, মনসুর আহমেদ, প্রেসক্লাবের সভাপতি ইকবাল গফুরসহ প্রার্থীরা বক্তব্য দেন। এসময় উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক শওকত সিকদার, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন। পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, সবার প্রত্যাশা অনুযায়ী সুষ্ঠু ও নিরপেক্ষ নির্চবান করতে সব ব্যবস্থা নেওয়া হবে। কোন ধরনের ছাড় দেওয়া হবেনা।
Leave a Reply