নিজস্ব প্রতিবেদকঃ সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়ন আ.লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন আবু তাহের বিএসসি। গত ২২ নভেম্ব উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়। আবু তাহের ওই ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ হিসেবে দায়িত্ব পালন করছেন। ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় আবু তাহেরকে এ দায়িত্ব দেওয়া হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক শওকত শিকদার স্বাক্ষরিত পত্র আবু তাহের হাতে পেয়েছেন বলে জানিয়েছেন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত শিকদার বলেন ওই ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শারীরিক ও মানসিকভাবে অসুস্থ থাকায় সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আবু তাহের বিএসসিক্ভোরপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।
Leave a Reply