
সাইফুল ইসলাম সানি: ঢাকায় অবস্থানরত সখীপুর উপজেলার শিক্ষার্থীদের বৃহৎ সংগঠন ঢাকাস্থ সখীপুর থানা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (ডিএসটিএস) মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সংগঠনটির রজত জয়ন্তী উপলক্ষে ঢাকার পূর্বাচলে অবস্থিত ছুটি রিসোর্টে এক বর্ণাঢ্য মিলন মেলার আয়োজন করা হয়। মিলন মেলায় ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত সখীপুর উপজেলার দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

এ সময় অন্যান্যের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব দেওয়ান মাহবুবুর রহমান বাদল, ডেসকো’র পরিচালনা বোর্ডের সদস্য প্রকৌশলী আতাউল মাহমুদ, অর্থ মন্ত্রাণালয়ের সিনিয়র সহকারী সচিব আমিন শরীফ সুপন, ডিএসটিএস -এর প্রতিষ্ঠাতা সভাপতি একেএম জাহাঙ্গীর, টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সাংসদ অনুপম শাহজাহান জয়, ঢাকাস্থ সখীপুর উপজেলা সমিতির সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম, অধ্যক্ষ সাঈদ আজাদ, সখীপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল গফুর, জাপা’র কেন্দ্রীয় নেতা কাজী আশরাফ সিদ্দিকী, গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক শফিকুল ইসলাম, চট্রগ্রামের আনোয়ারা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জোবায়ের আহমেদ, অ্যাডভোকেট আলমগীর ফেরদৌসসহ সখীপুর উপজেলার স্থায়ী বাসিন্দা দেশের সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান-দপ্তরে কর্মরত কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।
ঢাকাস্থ সখীপুর থানা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (ডিএসটিএস) সভাপতি সাদ্দাম হোসেন উদয় সখীপুর বার্তাকে বলেন, ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত সংগঠনটি প্রতি বছরই মিলন মেলার আয়োজন করে। রজত জয়ন্তী উপলক্ষে এবারের আয়োজনটি ছিলো ভিন্ন আমেজের। সকলের উপস্থিতি অনুষ্ঠানকে প্রানবন্ত করেছে।

মিলন মেলা উপলক্ষে সারাদিনব্যাপী নানা অনুষ্ঠান শেষে বিকেলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সন্ধ্যার পর সাংস্কৃতিক অনুষ্ঠানে কণ্ঠশিল্পী আবু বকর সিদ্দিকী এবং এ যুগের জনপ্রিয় কণ্ঠশিল্পী বেলাল খান গান পরিবেশন করেন।
–এসবি/ডেস্ক