মুরাদকে পদত্যাগের নির্দেশ দেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে জামালপুরে আনন্দ মিছিল

বার্তা ডেস্কঃ নানা সমালোচনার নায়ক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে প্রধানমন্ত্রী মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেওয়ার খবরে তার নির্বাচনী এলাকা জামালপুরের সরিষাবাড়ীর তারাকান্দি, পিংনা, আওনা ইউনিয়নসহ বিভিন্ন জায়গাতে আনন্দ মিছিল করে আওয়ামী লীগ। রাতেই তারাকান্দি শহিদ মিনার চত্বরে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলামের কর্মী-সমর্থকরা আনন্দ মিছিল বের করে। এসময় তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তকে স্বাগত ও কৃতজ্ঞতা জানান।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো নানা প্রতিক্রিয়া দেখা গেছে। সাধারণ জনগণের পাশাপাশি স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীর মধ্যেও চাপা আনন্দ প্রকাশ করেছেন ফেসবুকে। উপজেলার প্রাণকেন্দ্র আরামনগর, সাতপোয়া, ঝালুপাড়াসহ কয়েকটি স্থানে বিভিন্ন অজ্ঞাত লোকজন পটকা ফুটিয়ে আনন্দ করে বলে স্থানীয়রা জানায়।
বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, মোড়ে মোড়ে দোকানপাটে লোকজন ভিড় করছে টিভির সংবাদ দেখতে। শেষ খবর পাওয়া পর্যন্ত বিএনপির নেতাকর্মীসহ সাধারণ মানুষ জেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফরিদুল কবীর তালুকদার শামীমের বাড়িতে ভিড় জমায়। ফেসবুক প্রতিক্রিয়ায় পৌর আওয়ামী লীগের সহসভাপতি মঞ্জুরুল ইসলাম বিদ্যুৎ লিখেন, অবশেষে উইকেট পরে গেল।
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম জানান, তথ্য প্রতিমন্ত্রীকে পদত্যাগের নির্দেশ দেওয়ায় সরিষাবাড়ীর কয়েকটি জায়গায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে দলীয় নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছে।
উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মাহবুবুর রহমান হেলাল বলেন, ‘দলকে বিতর্কের হাত থেকে রক্ষা করতে প্রধানমন্ত্রী তথ্য প্রতিমন্ত্রীকে পদত্যাগের নির্দেশনা দিয়েছেন। এটা প্রশংসনীয়।’

 

Author: Ismail Hossain

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *