নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে কৃষকদের নিয়ে এসিআই পাওয়ার টিলার এক্সচেঞ্জ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে পৌর এলাকার মেসার্স তিনভাই এন্টারপ্রাইজের তিন তলা ভবনে এ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এসিআই পাওয়ার টিলারের ডিলার ও মেসার্স তিন ভাই এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. ফজলুর রহমান। এ সময় পাওয়ার টিলার ব্যবহার নিয়ে আলোচনা করেন সিনিয়র প্রোডাক্ট এক্সিকিউটিভ মো. ফাহাদ আল মামুন, এসিস্ট্যান্ট জোনাল সেলস ম্যানাজার মোঃ আল মামুন, সেলস অফিসার নাজিম উদ্দীন, সিনিয়র টিএসএ রমজান আলী প্রমুখ। এ প্রোগ্রাম থেকে ১৫ টি পাওয়ার টিলার এক্সচেঞ্জ ও ৮ টি নতুন পাওয়ার টিলার ক্রয় করে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা পাওয়ার টিলার ব্যবহার কারীরা।
উপজেলার কালিয়া ইউনিয়নের কৃষক ও পাওয়ার টিলার ব্যবহার কারী মোতাহের আলী বলেন, আমি দীর্ঘদিন ধরে এসিআই পাওয়ার টিলার ব্যবহার করে আসছি। আজ পুরাতন পাওয়ার টিলার জমা দিয়ে নতুন একটা পাওয়ার টিলার নিয়ে গেলাম। এই সুব্যবস্থা করার জন্য সখীপুরের তিনভাই এন্টার প্রাইজের ফজলু ভাইকে ধন্যবাদ।
Leave a Reply