নিজস্ব প্রতিবেদকঃ উপজেলার কালিদাস কলিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সভাপতি, সাবেক ব্র্যাক কর্মকর্তা, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষাঅনুরাগী জাহাঙ্গীর আলম বুলবুল এর স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার কালিদাস বাজারে মরহুম কুদ্দুস মাস্টার ওয়েলফেয়ার সোসাইটি এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
মরহুম কদ্দুস মাস্টার ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি আলহাজ আব্দুল হাইয়ের সভাপতিত্বে স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সখীপুর – বাসাইলের মাননীয় সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের)
এসময় আরো বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. লুৎফর রহমান.সরকারী সাদত বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ আলীম মাহমুদ, মরহুমের ছোটভাই বিমান বাহিনীর এয়ার কমোডোর আবু রায়হান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ শওকত সিকদার, অধ্যক্ষ সাইদ আজাদ, ইউপি চেয়ারম্যান একেএম আতিকুর রহমান আতোয়ার, আনসার আলী আসিফ, গোলাম কিবরিয়া সেলিম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর তারেক প্রমুখ।
বক্তারা বুলবুল আহমেদের বর্ণাঢ্য জীবনের অনেক দিক উল্লেখ করে বলেন মরহুম জাহাঙ্গীর আলম বুলবুল অভাব কখনোই পূরণ হবার নয় জনাব বুলবুল ছিলেন বটবৃক্ষের মতো তিনি এই এলাকার মানুষকে আগলে রেখেছিলেন নিবিড় মমতায় মরহুম জাহাঙ্গীর আলম বুলবুল ছিলেন একটি প্রতিষ্ঠান
সভা শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়
উল্লেখ,গত৫ ডিসেম্বর ভারতের চেন্নাই মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন লিভার জটিলতায় ভুগছিলেন।
Leave a Reply