নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে ডিজিটাল বাংলাদেশ দিবস পালন করা হয়েছে। রোববার বেলা ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি বিভাগের সহযোগিতায় চিত্রাংকন, কবিতা আবৃত্তি, সেমিনার, পুরস্কার বিতরণ এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চিত্রা শিকারীর সভাপতিত্বে প্রেসক্লাব সভাপতি ইকবাল গফুর, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনসুর আহমেদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. মোরাদ খান, বিআরডিবি’র চেয়ারম্যান কেবিএম রুহুল আমিন, সাংবাদিক আমিনুল ইসলাম, উপজেলা সহকারী প্রোগ্রামার জান্নাতুন নাঈমা প্রমুখ বক্তব্য দেন। এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিল।
Leave a Reply