
নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে হাইব্রিড জাতের ধান বীজ বিতরণ করা হয়েছে। রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এই ধান বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদ হল রুমে স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন। উপজেলার ৬ হাজার কৃষককে হাইব্রিড জাতের ধান বীজ দেওয়া হবে।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চিত্রা শিকারী, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে সাইদুল হক ভূঁইয়া, প্রেসক্লাব সভাপতি ইকবাল গফুর, ইউপি চেয়ারম্যান একেএম আতিকুর রহমান আতোয়ার, কৃষি কর্মকর্তার নিয়ন্তা বর্মণ, অধ্যক্ষ রফিক-ই-রাসেল, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম খান, ইউসিসিএ লিমিটেডের চেয়ারম্যান কেবিএম রুহুল আমিন, মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফা আনোয়ার প্রমুখ উপস্থিত ছিলেন।