
নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ফিজিওথেরাপি দেওয়া হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী উপজেলার আড়াইপাড়া বাজারে ব্যবসায়ী লুৎফর রহমানের আয়োজনে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে প্রায় ২ শতাধিক অসহায়, দরিদ্র মানুষকে চিকিৎসাসেবা দেওয়া হয়।
ক্যাম্পে ফিমার সাবেক উপ-পরিচালক আব্দুল মালেক মিয়া সভাপতিত্বে ইউপি চেয়ারম্যান এসএম কামরুল হাসান, বীর মুক্তিযুদ্ধা দেওয়ান হাবিবুর রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা লুৎফা, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাদত শাহজাহান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সবুর, প্রধান শিক্ষক ইয়াসিন আলী, উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন ফোরামের সভাপতি সুমন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
আয়োজক বিশিষ্ট ব্যবসায়ী লুৎফর রহমান বলেন, মানুষের সেবায় সবসময় কাজ করি। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দুস্থ ও অসহায় মানুষদের এ সেবা দেওয়া হয়েছে।