নিজস্ব প্রতিবেদকঃ মেধাবী মুখ খুঁজে বের করে, দেশ প্রেমের চেতনায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে টাঙ্গাইলের সখীপুরে শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার বড়চওনা কুতুবপুর কলেজ ক্যাম্পাসে মেধা বিকাশ সংগঠনের আয়োজনে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন উপজেলার ১৫ শ ৭৪ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করেন। বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ে শিক্ষার্থীরা আড়াই ঘণ্টায় ৭০ নম্বরের এ পরীক্ষায় ৩য় শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত দুটি গ্রুপে অংশ নেয়। আগামী ২৯ ডিসেম্বর ফলাফল প্রকাশ করে মেধাবীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেয়া হবে।
এসময় বড়চওনা কুতুবপুর কলেজের অধ্যক্ষ এমএ রউফ, বীর মুক্তিযোদ্ধা খান মোহাম্মদ সেলিম, ইউপি সদস্য মিজানুর রহমান, মজিবুর রহমান ফকির, সংগঠনের সভাপতি শামীম আল মামুন, সাধারণ সম্পাদক রুহুল আমীন, মামুন ভুঁইয়া, নুরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
একটি কেন্দ্র পরিদর্শন করে আ.লীগ নেতা নাজমুল হুদা মাস্টার বলেন, ছড়িয়ে ছিটিয়ে থাকা আমাদের মেধাবী মুখগুলোকে খুঁজে বের করতে, মেধা বিকাশ সংগঠনের একটি অনন্য কাজ এ শিক্ষা বৃত্তি পরীক্ষা। আশা করি, এ বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী তাদের মেধা ও জ্ঞান দেশ, জাতি, সমাজের কল্যাণে নিবেদিত করবে। তিনি আরও বলেন, সারা বিশ্ব জুড়ে প্রতিভাবান বাঙালিরা স্বাক্ষর রাখছেন স্বীয় মেধা, যোগ্যতা আর প্রতিভার। মহাকাশ গবেষণা সংস্থা ‘নাসার গবেষক থেকে বিশ্বখ্যাত ইউটিউবের সহ-উদ্যোক্তা আমাদের বাঙালি। মেধা বিকাশ সংগঠন খুঁজে বের করতে চায় জাতির এ মেধাবী মুখগুলোকে।
Leave a Reply