নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে এক শিক্ষক দম্পতির দুই মাসের বেতনের টাকায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার কাকড়াজান ইউনিয়নের শ্রীপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। ওই ইউনিয়নের ঢনঢনিয়া ছোটচওনা পাবলিক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজমুল হুদা ও তাঁর সহধর্মিণী শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা কাজল আক্তারের দুই মাসের বেতনের টাকায় দুস্থ ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শামছুল হকের সভাপতিত্বে ইউনিয়ন আ.লীগের সভাপতি আ. খালেক মাস্টার, সহ-সভাপতি ডি এম শফিকুল ইসলাম লেবু, সাবেক ইউপি সদস্য আফসার আলী, জেলা কৃষকলীগের প্রচার সম্পাদক শুকুর মিলিটারি, প্রধান শিক্ষক রেনু আক্তার, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সৈয়দ জামাল হোসেন মুন্না, স্বেচ্ছাসেবক লীগ নেতা বিল্লাল হোসেন সজিব, ছাত্রলীগ নেতা এসএম শাহাদাত হোসেন রাজিবসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের সংগঠক সহকারী শিক্ষক নাজমুল হুদা বলেন, দুই মাসের বেতনের টাকায় অসহায় হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ গ্রহণ করেছি। শীতে সাধারণ মানুষ যখন উষ্ণতা খুঁজে ফিরছেন তখন মানবকল্যাণে এ ধরনের উদ্যোগ নিয়েছি। ভবিষ্যতে যেকোনো দুঃসময়ে গরিব মানুষের পাশে থাকবো। এর আগে করোনাকালেও দুস্থদের মাঝে ত্রাণ সহায়তা করেছি। সামাজিক দায়বদ্ধতা থেকে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি। আমাদের সামান্য উদ্যোগের ফলে হয়তো শীতার্ত মানুষের কষ্ট কিছুটা কমবে।
কাকড়াজান ইউনিয়ন আ.লীগের সভাপতি আ. খালেক মাস্টার বলেন, ইতোপূর্বে এলাকায় এ ধরনের কার্যক্রম চোখে পড়েনি। শিক্ষক দম্পতির দুই মাসের বেতনের টাকা জমিয়ে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম আমাকে মুগ্ধ করেছে। এ অঞ্চলের মানুষদের জন্য এটা বিরল উদ্যোগ। শিক্ষক দম্পতির এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকুক এই প্রত্যাশা করি।
Leave a Reply