সখীপুরে ২ মাসের জন্যে ইউপি সদস্য হ‌লেন মিজান

নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে উপ‌নির্বাচ‌নে গজা‌রিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নম্বর ওয়‌র্ডের সদস্য নির্বাচিত হয়ে‌ছেন মিজানুর রহমান। রোববার ওই ওয়ার্ডে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। তালা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে মিজানুর রহমান মাত্র দুই মাসের জন্যে সদস্য নির্বাচিত হ‌লেন। উপ‌নির্বাচ‌নে তিনজন প্রার্থী অংশ নেন। উপজেলার গজারিয়া শান্তি কুঞ্জ একাডেমি বিদ্যালয়ে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে টানা ভোটগ্রহণ। ১ হাজার ৪২৮ ভোটের মধ্যে ১ হাজার ৩৪টি কাস্ট হয়। এর মধ্যে ১০টি ভোট বা‌তিল হয়। বিজয়ী মিজানুর রহমান তালা প্রতীকে পান ৫৯৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি আলাল ফুটবল প্রতী‌কে পান ৩৩৩ ভোট এবং মোরগ প্রতীকে শফিকুল ইসলাম ৯২ ভোট পান। চলতি বছরের ১ জুলাই ওই ওয়া‌র্ডের ইউপি সদস্য নুরু মিয়া মারা যান। ফলে পদটি শূন্য হয়। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের মার্চের প্রথম সপ্তাহে ওই ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে স্থানীয়রা জানান। নির্বাচনের দায়িত্বে থাকা প্রিজাইডিং কর্মকর্তা উপজেলা একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেন মিল্টন বলেন, সকলের সহযোগিতায় উপনির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়েছে।

Author: Ismail Hossain

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *