সখীপুর উপজেলা আ.লীগের স‌ম্মেলন, সভাপতি শওকত শিকদার-সম্পাদক জয়

নিজস্ব প্রতিবেদকঃ সখীপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন আজ রোববার উপজেলা মাঠে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক ও দুইবারের সাবেক উপজেলা চেয়ারম্যান শওকত শিকদারকে সভাপতি এবং সখীপুর-বাসাইলের সাবেক সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। রোববার সন্ধ্যায় স‌ম্মেল‌নের দ্বিতীয় অ‌ধি‌বেশ‌নে স্থানীয় সাংসদ ও জেলা আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক অ্যাড‌ভো‌কেট জোয়া‌হেরুল ইসলাম সম‌ঝোতার ভি‌ত্তি‌তে এ ক‌মি‌টি ঘোষণা ক‌রেন।

স‌ম্মেল‌নে কুতুব উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শওকত শিকদারের সঞ্চালনায় সম্মলনে প্রধান অথিতির বক্তব্য রাখেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি। এ সময় আরো বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক, কেন্দ্রীয় আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক শামসুন নাহার চাঁপা, কার্যনির্বাহী সদস্য এ্যাড.এবিএম রিয়াজুল কবীর কাওছার, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সখীপুর-বাসাইলের সংসদ সদস্য এ্যাড. জোয়াহেরুল ইসলাম, গোপালপুর-ভুয়াপুরের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মণি, ভালুকার সংসদ সদস্য কাজীম উদ্দিন ধনু, কেন্দ্রীয় যুব লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাড‌ভো‌কেট মামুনুর রশীদ, সখীপুর-বাসাইলের সাবেক সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়, পৌর মেয়র আবু হানিফ আজাদ, প্রকৌশলী আতাউল মাহমুদ প্রমুখ।

Author: Ismail Hossain

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *