নিজস্ব প্রতিবেদক: সখীপুরে আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রামের শিখন কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার চিত্রা শিকারী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কাহারতা দক্ষিণ পাড়া আলমের বাড়ির শিখন কেন্দ্রের উদ্বোধন করেন। এসময় সখীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি সখীপুর বার্তার সম্পাদক শাকিল আনোয়ার, প্রকল্প সমন্বয়কারী আবুল বাসার বাবুল, কাউন্সিলর পারুল আক্তার, ক্রেডিট অফিসারসাইফুল ইসলাম, উপজেলা প্রজেক্ট ম্যানেজার মো.আসাদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন। উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের অর্থায়নে সখীপুর প্রসশিক পর্ষদ ৭০টি কেন্দ্রের মাধ্যমে প্রোগ্রামটি বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। প্রধান অতিথি এসময় শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেন।