নিজস্ব প্রতিবেদকঃ জেলায় শ্রেষ্ঠ সার্কেল ও শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হয়েছেন সখীপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ আব্দুল মতিন ও থানার ওসি একে সাইদুল হক ভূঁইয়া।এছাড়া জেলার মধ্যে শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছেন এসআই মনিরুজ্জামান। ডিসেম্বর মাসে ওয়ারেন্ট ভুক্ত আসামী গ্রেফতার, মামলা নিষ্পত্তি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখায় জেলার মধ্যে শ্রেষ্ঠ এ তিন পুলিশ অফিসার হিসেবে নির্বাচিত হন। বুধবার সকালে জেলা পুলিশ সুপারের হলরুমে মাসিক অপরাধ দমন সভায় এ ঘোষণা দেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার। এ সময় তাদের সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার প্রদান করা হয়। এ বিষয়ে সখীপুর থানার ওসি একে সাইদুল হক ভূঁইয়া বলেন, ঊর্ধ্বতন অফিসারদের নিবিড় তদারকিসহ থানার প্রতিটি সদস্যের অক্লান্ত পরিশ্রম, কর্তব্যনিষ্ঠা এবং দায়িত্বের প্রতি আনুগত্য জড়িয়ে আছে বলে জেলায় শ্রেষ্ঠ হওয়া সম্ভব হয়েছে। তাছাড়া যে কোনো পুরস্কারই কাজে উৎসাহ বাড়ায়। এসময় তিনি পুরস্কারে মনোনীত করায় জেলার পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন অফিসারদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
Leave a Reply