নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে সরকারি খাস জমিতে ভেকু দিয়ে মাটি কাটার অপরাধে জরিমানা করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলার কাকড়াজান ইউনিয়নের বাঘেরবাড়ী গ্রামে সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সুলতানা এ আদালত পরিচালনা করেন। এসময় মোশারফ হোসাইন নামের এক ভেকু মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়। মোশারফ কালিহাতী উপজেলার পাইকপাড়া গ্রামের মৃত কুরবান আলীর ছেলে।
আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সুলতানা বলেন- বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ওই ভেকু মালিককে এক লক্ষ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
Leave a Reply