
নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে আধুনিক শিক্ষার সুতিকাগার ঐতহ্যবাহী আদর্শ শিশু কানন প্রি-ক্যাডেট স্কুলের ৩৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। বুধবার ( ৫ জানুয়ারি) সকাল ১১ টায় স্কুল ক্যাম্পাসে ৩৫ পাউন্ডের কেক কেটে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
আলোচনা সভায় আদর্শ শিশু কানন প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ কেবিএম রুহুল আমিন এতে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও আদর্শ শিশু কানন প্রি-ক্যাডেট স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি চিত্রা শিকারী। এছাড়াও উপস্থিত ছিলেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একে সাইদুল হক ভূঁইয়া, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নিয়ন্তা বর্মন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার ইসমত আরা খাতুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এরশাদ আলম, সাংবাদিক আমিনুল ইসলাম প্রমুখ।
এছাড়াও স্কুলের শতাধিক অভিভাবক ও তিনশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
আদর্শ শিশু কানন প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ কেবিএম রুহুল আমিন বলেন, সখীপুরে আধুনিক শিক্ষর সুতিকাগার উপজেলা কমপ্লেক্সে অবস্থিত স্কুলটি সুনামের সাথে দীর্ঘদিন ধরে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে।এ প্রতিষ্ঠানের বহু শিক্ষার্থী দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছে।