নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে ঐতিহ্যবাহী ফাইল্যা পাগলার (ফালুচাঁন শাহ) মেলা বন্ধ করার নির্দেশনা দিয়েছে প্রশাসন। শুক্রবার থেকে আনুষ্ঠানিকভাবে মেলা শুরু হওয়ার কথা থাকলেও চলমান করোনা ভাইরাসের প্রভাবে সরকারি বিধিনিষেধের কারণে মেলা বন্ধের নির্দেশনা দিয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চিত্রা শিকারী এ তথ্য নিশ্চিত করেন।
জানা গেছে, প্রতি বছরের মত এবারো মাজার সংলগ্ন এলাকায় রঙ-বেরঙের দোকানপাট বসেছে। মাঘ মাসের পূর্ণিমার রাতে সবচেয়ে বড় মেলা হলেও মাসব্যাপী থাকে মানতকারী মানুষের আনাগোনা। মেলা উদযাপন কমিটি ও স্থানীয়রা জানান, উপজেলার দাড়িয়াপুর গ্রামে ফালুচাঁন শাহ’র মাজারকে ঘিরে দীর্ঘদিন ধরে এ মেলা উদযাপন হয়ে আসছে। লোকমুখে মেলাটি ফাইল্যা পাগলের মেলা হিসেবেই বেশি পরিচিত। প্রতিদিন দূর-দূরান্তের হাজার হাজর লোকজন মানত করা মোরগ, খাঁসি, গরু ও মোমবাতিসহ নানা রকম পণ্য সামগ্রী নিয়ে এসে লালমাটির পাহাড়ী এলাকা দাড়িয়াপুরকে এক মিলন কেন্দ্রে পরিণত করে। মেলায় হিন্দু মুসলমানসহ নানা শ্রেণি-পেশার উৎসুক জনতা যোগ দেয়। তবে এবার মেলাটি বন্ধ ঘোষণা করায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চিত্রা শিকারী বলেন, সরকারি বিধিনিষেধ অনুযায়ী উন্মুক্ত স্থানে সর্ব সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় অনুষ্ঠান এবং সমাবেশ পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ রাখতে হবে। এজন্য স্থানীয় চেয়ারম্যানকে মেলাটি বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
দাড়িয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনছার আলী আসিফ বলেন, নির্দেশনা পেয়েছি, সন্ধ্যায় মেলা উদযাপন কমিটির সঙ্গে মিটিং করে বিষয়টি জানিয়ে দেওয়া হবে।
মেলা উৎযাপন কমিটির সভাপতি মো. শাইফুল ইসলাম শামীম জানান, মেলার আইন-শৃঙ্খলা রক্ষায় কমিটি গঠন করা হয়, এতে আমাদের ব্যক্তিগত কোনো স্বার্থ থাকেনা। প্রশাসন না চাইলে মেলা বন্ধ করে দেওয়া হবে।
উল্লেখ্য, গত ২০০৩ সালের ১৮ জানুয়ারি রাত ৮টার দিকে মাজারের কাছে আকস্মিকভাবে পরপর দুটি বোমার বিস্ফোরণ ঘটে। এতে ৮ জন নিহতসহ আরও ১৫ জন হাত, পা ও চোখ হারিয়ে গুরুতর আহত হয়। এরপর কয়েক বছর রাতে মেলা নিষিদ্ধ ছিল। দিনে পুলিশী পাহাড়ায় মেলা হত। এরপর এইবারই প্রথম করোনা ভাইরাসের কারণে মেলা উদযাপন বন্ধ ঘোষণা করা হলো।
তবে স্থানীয়রা জানান, প্রশাসনিকভাবে মেলা বন্ধ করা হলেও মানতকারীদের ফেরানো কঠিন হয়ে পড়বে। তাঁরা মেলা প্রাঙ্গণে সমবেত না হলেও দূর-দূরান্তে গরু, খাসি, মোরগ জবাই করে মানত পূরণ করবে।
Leave a Reply