নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে বাংলাদেশ ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা ছাত্রলীগের সভাপতি মির্জা শরিফুল ইসলাম শরিফ ও সম্পাদক রাসেল আল মামুনের নেতৃত্বে বিশাল শোভাযাত্রার আয়োজন করা হয়। শুভযাত্রায় উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ অনুপম শাহজাহান জয়, সখীপুর আবাসিক মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ রেনুবর রহমান, হাতিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ রহিজ উদ্দিন, ভাইস চেয়ারম্যান শফিউল ইসলাম কাজী বাদল, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান, যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর তালুকদার, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন রাজুসহ উপজেলা, পৌর, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের ছাত্রলীগ নেতাকর্মীরা অংশ নেন।
শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুখতার ফোয়ারা চত্বরে আলোচনা সভা হয়।
Leave a Reply