নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে উপজেলার বড়চওনা গ্রামে সরকারি খাস জমির মাটি কাটার অপরাধে বিল্লাল হোসেন নামের এক ভেকু মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বিল্লাল হোসেন উপজেলার কাকড়াজান ইউনিয়নের জিতেশ্বরী গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। সোমবার সকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সুলতানা বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর অধীনে মোবাইল কোর্ট পরিচালনা করে খননযন্ত্র ব্যবহারকারী মো. বিল্লাল হোসেনকে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।