সখীপু‌রে চর্যাপদ গ‌বেষক আলীম মাহমু‌দের জন্মোৎসব

নিজস্ব প্রতিবেদকঃ বাংলা সা‌হি‌ত্যের আ‌দি নিদর্শন চর্যাপদের গ‌বেষক প্র‌ফেসর আলীম মাহমু‌দের ৫৯ তম জন্মোৎসব পালন করা হ‌য়ে‌ছে। রোববার বি‌কেল সা‌ড়ে ৫টায় উপ‌জেলা গেট সংলগ্ন ভোজন বিলাস মিলনায়ত‌নে জ‌ন্মোৎস‌বের আ‌য়োজন করা হয়। সা‌হিত্য সাংস্কৃ‌তিক সংগঠন আবাহন ও চর্যাসহ‌জিয়া এ উৎস‌বের আ‌য়োজন ক‌রে।

জন্মোৎস‌বে উপ‌জেলা প‌রিষ‌দের চেয়ারম্যান জুল‌ফিকার হায়দার কামাল লেবু, কেন্দ্রীয় আওয়ামী লী‌গের তথ্য ও গ‌বেষণা বিষয়ক উপক‌মি‌টির সদস্য প্র‌কৌশলী আতাউল মাহমুদ, উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চিত্রা শিকারী, উপ‌জেলা আওয়ামী সভাপতি শওকত শিকদার, সরকা‌রি মু‌জিব ক‌লে‌জের অধ্যক্ষ ড. ছদরুদ্দীন আহমদ, বোয়ালী ডি‌গ্রি ক‌লে‌জের অধ্যক্ষ সাঈদ আজাদ, হাতিয়া ডি‌গ্রি ক‌লে‌জের অধ্যক্ষ র‌হিজ উ‌দ্দিন, প্র‌ফেসর আলীম মাহমু‌দের সহধর্মিণী মোস‌লিমা খাতুন, প্রেসক্লা‌বের সা‌বেক সভাপ‌তি শা‌কিল আ‌নোয়ার, নাট্যজন আলী হাসান প্রমুখ উপ‌স্থিত ছি‌লেন।
এ ছাড়া উপ‌জেলার বি‌ভিন্ন সামা‌জিক-সাংস্কৃ‌তিক সংগঠন ও রাজ‌নৈ‌তিক দ‌লের নেতৃৃবৃন্দ জ‌ন্মোৎস‌বে উপ‌স্থিত হয়ে প্র‌ফেসর আলীম মাহমুদ‌কে ফু‌লেল শু‌ভেচ্ছা জানান।

প্র‌ফেসর আলীম মাহমুদ‌ প্রা‌চ্যের আ‌লিগড় খ্যাত সরকা‌রি সা’দত ক‌লে‌জের সদ্য সা‌বেক অধ্যক্ষ। তি‌নি একাধা‌রে গীতিকার, সু‌রকার, কণ্ঠ‌শিল্পী। তি‌নি দীর্ঘ‌দিন ধ‌রে বাংলা সা‌হি‌ত্যের আ‌দি নিদর্শন চর্যাপদ‌ নি‌য়ে গ‌বেষণা কর‌ছেন এবং চর্যাপ‌দের সবগু‌লো পদ‌কে সুরা‌রোপ ক‌রে‌ছেন।
সম্প্র‌তি তি‌নি জা‌তির জনক বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমান‌কে নি‌য়ে ১০০ গা‌নের অর্গ প্রকাশ ক‌রে‌ছেন।

Author: Ismail Hossain

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *