
নিজস্ব প্রতিবেদক: সখীপুরে ভাসমান বেদে সমপ্রদায়ের মাঝে কম্বল বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চিত্রা শিকারী। মঙ্গলবার রাত ৮টার দিকে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে অবস্থানরত বেদে সম্প্রদায়ের সদস্যদের হাতে তিনি কম্বল তুলে দেন। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সুলতানা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. এরশাদুল আলম (পিআইও) উপস্থিত ছিলেন।

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এরশাদুল আলম জানান, পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কালেজ মোড় এলাকায় ভাসমান বেদে পরিবারের খবর জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা চিত্রা শিকারী কম্বল নিয়ে ছুটে যান।
ইউএনও চিত্রা শিকারী বলেন, তীব্র শীতে বেদে পরিবারের সদস্যরা কষ্ট করছেন। কম্বল পেয়ে তাঁরা খু্বই খুশি হয়েছেন। শীতার্তদের মাঝে জনবান্ধব সরকারের কম্বল পৌঁছে দিতে পেরে আমি আনন্দিত। বিত্তবানদের তিনি শীতার্ত মানুষের পাশে দাড়ানোর জন্য অনুরোধ করেন। তিনি আরও বলেন, এই বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।
–এসবি/সানি