নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ বিরতির পর সংগীত শিল্পী জীবন খান আবার গানে ফিরেছেন। ভালোবাসা দিবসে বক্তদের জন্য নিয়ে এসেছেন নিজের কণ্ঠে একক গান “কল্পনায় আসো বারে বার”। গানটির কথা ও সুর করেছেন জীবন খান নিজেই। রাফি মোহাম্মদ করেছেন কম্পোজিশন।
জীবন খানের সর্বশেষ দ্বিতীয় একক অ্যালবাম “মায়া ডোরে” প্রকাশ হয়েছিল ২০১৭ সালে। এরই মধ্যে তিনি কাজী শুভ ও মোহনার জন্য “নেশা” এবং ইলিয়াস ও অরিনেরর জন্য “হয়ে গেলাম তোর” নামে দুটি গানে সুর করেছিলেন। এছাড়া ২০১৮ সালের ভালোবাসা দিবসেও জীবন ও মোহনার কন্ঠে “জানেমান” গানটিও শ্রোতা মহলে অনেক সারা ফেলেছিল।
বুধবার বিকেলে কণ্ঠশিল্পী জীবন খান জানান, “কাল্পনায় আসো বারে বার” গানটি সিলেটের কয়েকটি মনোরম পরিবেশে চিত্রায়িত হয়েছে।গানটির মডেল হিসেবে কাজ করেছেন শামীম ও কয়ানা। নির্দেশনায় ছিলেন শুভ ইসলাম। গানটি রিলিজ হয়েছে জেকে প্রোডাকশন থেকে । জীবন খান আরও জানান, নানা ব্যস্তায় গানে মন ছিলো না। আশা করি এখন থেকে গানে নিয়মিত হবো।
উল্লেখ্য, এ সময়ের জনপ্রিয় এ শিল্পীর বাড়ি আমাদের সখীপুরেই।
–এসবি/সানি