বৃহস্পতিবার, অক্টোবর ৫, ২০২৩
Homeসখীপুরসখীপুর থানায় নতুন ওসির যোগদান

সখীপুর থানায় নতুন ওসির যোগদান

- Advertisement -spot_img

নিজস্ব প্রতিবেদকঃ সখীপুর থানায় নতুন ভাপরপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেছেন ‌রেজাউল ক‌রিম। শুক্রবার তিনি নতুন কর্মস্থল সখীপু‌র থানায় যোগদান করেন। এর আগে তিনি মা‌নিকগ‌ঞ্জের দৌলতপুর থানার ভাপরপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে কর্মরত ছিলেন। তিনি পু‌লি‌শের উপপ‌রিদর্শক (এসআই) হি‌সে‌বে গোপালগঞ্জ, টাঙ্গাইলে এবং ডিএম‌পি’র (ডি‌বি) ও‌সি হিসেবেও দায়িত্ব পালন করে‌ছেন। তাঁর জন্ম ময়সন‌সিং‌হের ঈশ্বরগ‌ঞ্জে। ছাত্র জীব‌নে তিনি ছাত্রলী‌গের রাজনী‌তির স‌ঙ্গে সম্পৃক্ত ছি‌লেন।
ময়মন‌সিং‌হের ঈশ্বরগঞ্জ সরকা‌রি ক‌লে‌জের ১৯৮৭-৮৮ স‌নের ছাত্র সংসদের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নির্বা‌চিত হ‌য়ে‌ছি‌লেন। ও‌সি রেজাউল ক‌রিম জানান, উপ‌জেলার সকল শ্রে‌ণি-‌পেশার মানু‌ষের সহ‌যো‌গিতায় সখীপু‌রের মাদক ও ইভ‌টি‌জিংসহ অপরাধমূলক কাজ দমনে পদ‌ক্ষেপ নেওয়া হ‌বে। এজ‌ন্যে তি‌নি সাংবা‌দিকসহ সক‌লের সহ‌‌যোগিতা কামনা করেন।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Must Read
- Advertisement -spot_img
আরও সংবাদ
- Advertisement -spot_img