বৃহস্পতিবার, অক্টোবর ৫, ২০২৩
Homeসখীপুরসখীপু‌রের সাইফুল বারীর কথায় "‌পোড়া মন"

সখীপু‌রের সাইফুল বারীর কথায় “‌পোড়া মন”

- Advertisement -spot_img

নিজস্ব প্রতিবেদকঃ সখীপু‌রের প্রতিশ্রুতিশীল গীতিকবি সাইফুল বারীর কথা ও সংগীত শিল্পী পিজিত মহাজনের ক‌ণ্ঠে ‘পোড়া মন’ শিরোনামের গানটি প্রকাশ পে‌য়ে‌ছে। ভালোবাসা দিবসে গানটি ভিডিও আকারে বাজারে এ‌নে‌ছে প্রযোজনা প্রতিষ্ঠান পপি মাল্টিমিডিয়া। এ‌তে পিজিতের সুরে সংগীতায়োজন করেছেন এইচআর লিটন।

কণ্ঠশিল্পী পিজিত মহাজন বলেন, ভালোবাসা দিবসের কথা মাথায় রেখে অনেক আগেই গানটি করেছি। গানের কথার সঙ্গে মিল রেখে নান্দনিক একটি মিউজিক ভিডিও নির্মিত হয়েছে। আশা করি, গানটি সবার হৃদয় ছুঁয়ে যাবে।

গীতিকবি সাইফুল বারী বলেন, ভালোবাসা দিবসে মনের মানুষ না পাওয়া মানু‌ষের সংখ্যা কম নয়। তাঁদের জন্যই আমাদের ‘পোড়া মন’। আশা করছি গানটি শুনে শ্রোতা‌দের হৃদয়ে দাগ কেটে যাবে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Must Read
- Advertisement -spot_img
আরও সংবাদ
- Advertisement -spot_img