বৃহস্পতিবার, অক্টোবর ৫, ২০২৩
Homeজাতীয়প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

- Advertisement -spot_img

গত ১৮ ও ২০ মার্চ ২০২২ তারিখে বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল ও জাতীয় দৈনিকে বঙ্গবন্ধুর জন্মদিন পালনকে কেন্দ্র করে কাকড়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দুলাল হোসেনকে জড়িয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা মিথ্যা ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। আমি ওই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনের মতো স্পর্শকাতর একটি বিষয়কে ইস্যু করে স্থানীয় কতিপয় ব্যক্তি পাতানো একটি মানববন্ধনের আয়োজন করে আমার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করেছে। প্রকৃতপক্ষে গত নির্বাচনে বিপুল ভোটে হেরে গিয়ে একটি মহল রাজনৈতিকভাবে আমাকে হেয় প্রতিপন্ন করতে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। উল্লেখিত বিষয়টি তারই বহিঃপ্রকাশ। ষড়যন্ত্রকারীরা সাংবাদিকদের মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করেছে। আমি বঙ্গবন্ধুর আদর্শের একজন কর্মী। গত ১৭ মার্চ কাকড়াজান ইউনিয়ন পরিষদ কার্যালয়েও যথাযোগ্য মর্যাদায় জাতির পিতার জন্মোৎসব পালন করেছি। অন্যদিকে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ ও বণিক সমিতির পক্ষ থেকেও এমন ভিত্তিহীন সংবাদের তীব্র নিন্দা জানানো হয়েছে।

-মো. দুলাল হোসেন
চেয়ারম্যান, ১নং কাকড়াজান ইউনিয়ন পরিষদ,
সখীপুর, টাঙ্গাইল।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Must Read
- Advertisement -spot_img
আরও সংবাদ
- Advertisement -spot_img