বৃহস্পতিবার, অক্টোবর ৫, ২০২৩
Homeসখীপুরসখীপুর আবাসিক মহিলা কলেজের নবীনবরণ উৎসব

সখীপুর আবাসিক মহিলা কলেজের নবীনবরণ উৎসব

- Advertisement -spot_img

নিজস্ব প্রতিবেদকঃ সখীপুুর আবাসিক মহিলা কলেজে একাদশ শ্রেণিতে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের বরণ উপলক্ষে উৎসবের আয়োজন করা হয়েছে। সোমবার বিকেলে কলেজ মাঠে এ উৎসবের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কলেজের গভর্নিং বডির সভাপতি সাবেক সাংসদ অনুপম শাহজাহান জয়। নবীনবরণ উৎসবের উদ্বোধন করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য মারুফা আক্তার পপি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. দেলোয়ার হোসেন। বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আলম, সখীপুর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত শিকদার, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম, সখীপুর আবাসিক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিক-ই-রাসেল, নবীন শিক্ষার্থী সানদিয়া অলংকার ও রুবায়েত নিশাত। আগুনের পরশমনি গানটি দিয়ে উৎসব শুরু হয়। এরপর নবীনদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। আলোচনার পর সন্ধ্যায় কলেজের শিক্ষার্থী ও দেশবরেণ্য শিল্পীদের অংশ গ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Must Read
- Advertisement -spot_img
আরও সংবাদ
- Advertisement -spot_img