বৃহস্পতিবার, অক্টোবর ৫, ২০২৩
Homeজাতীয়সখীপু‌রে মহান স্বাধীনতা দিব‌সে বীর মু‌ক্তি‌যোদ্ধা‌দের সংবর্ধনা

সখীপু‌রে মহান স্বাধীনতা দিব‌সে বীর মু‌ক্তি‌যোদ্ধা‌দের সংবর্ধনা

- Advertisement -spot_img

‌নিজস্ব প্র‌তি‌বেদক: সখীপুরে মহান স্বধীনতা ও জাতীয় দিব‌সে শহীদ মু‌ক্তি‌যোদ্ধা প‌রিবার ও বীর মু‌ক্তি‌যোদ্ধা‌দের সংবর্ধনা দেওয়া হ‌য়ে‌ছে। উপ‌জেলা প্রশাসন শ‌নিবার বেলা ১১টায় হল রু‌মে এ সংবর্ধনা সভার আ‌য়োজন ক‌রে। সংবর্ধনা সভায় উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার ফারজানা আল‌মের সভাপ‌তি‌ত্বে স্থানীয় সংসদ সদস্য বীর মু‌ক্তি‌যোদ্ধা জোয়া‌হেরুল ইসলাম প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে বক্তব্য দেন।

অন্যা‌ন্যের ম‌ধ্যে উপ‌জেলা চেয়ারম্যান জুল‌ফিকার হায়দার কামাল, পৌর মেয়র বীর মু‌ক্তি‌যোদ্ধা আবু হা‌নিফ আজাদ, অ‌ফিসার ইন-চার্জ রেজাউল ক‌রিম, বীর মু‌ক্তি‌যোদ্ধা এমও গ‌ণি, বীর মু‌ক্তি‌যোদ্ধা আবদুল্লাহ মিয়া প্রমুখ বক্তব্য দেন।

সংবর্ধনা সভায় উপজেলার পাঁচ শতাধিক মুক্তিযোদ্ধা একই রঙের পোশাক পরে উপস্থিত ছিলেন। ছবি: সখীপুর বার্তা। 

এসময় প্র‌ফেসর আলীম মাহমুদ, সহকারী ক‌মিশনার (ভূ‌মি) জা‌কিয়া সুলতানা, প্রেসক্লা‌বের সভাপ‌তি ইকবাল গফুর, ম‌হিলা আ.লী‌গের সভাপ‌তি মোস‌লিমা খাতুন, সাধারণ সম্পাদক রওশনারা রিতা প্রমুখ উপ‌স্থিত ছি‌লেন। সংবর্ধনা সভায় ছয় শতা‌ধিক মু‌ক্তি‌যোদ্ধা উপস্থিত ছি‌লেন। এ ছাড়াও উপ‌জেলা প্রশাসন দিনব্যাপী নানা কর্মসূ‌চি পালন ক‌রে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Must Read
- Advertisement -spot_img
আরও সংবাদ
- Advertisement -spot_img