বুধবার, অক্টোবর ৪, ২০২৩
Homeসখীপুরসখীপু‌রে ৭ দিনব্যাপী মু‌ক্তির উৎসব ও সুবর্ণ মেলা অনু‌ষ্ঠিত

সখীপু‌রে ৭ দিনব্যাপী মু‌ক্তির উৎসব ও সুবর্ণ মেলা অনু‌ষ্ঠিত

- Advertisement -spot_img

নিজস্ব প্র‌তি‌বেদক: সখীপু‌রে সাত‌দিনব্যাপী মু‌ক্তির উৎসব ও সুবর্ণ মেলা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন উপল‌ক্ষে সরকা‌রের বি‌ভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তু‌লে ধর‌তে উপ‌জেলা প্রশাসন এ উৎস‌বের আ‌য়োজন ক‌রে। বুধবার সমাপনী দি‌নে ‘স্ব‌প্লোলত দেশ হ‌তে উন্নয়নশীল দে‌শে উত্তরণ: জা‌তির পিতা বঙ্গবন্ধু হ‌তে প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা’ শীর্ষক আ‌লোচনা সভার আ‌য়োজন করা হয়। উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার ফারজানা আল‌মের সভাপ‌তি‌ত্বে আ‌লোচনা সভায় চর্যা‌যোগী প্র‌ফেসর আলীম মাহমুদ উপ‌জেলা আওয়ামী লী‌গের সা‌বেক সভাপ‌তি কুতুব উ‌দ্দিন আহ‌মেদ সখীপুর বার্তার সম্পাদক শা‌কিল আ‌নোয়ার ইউ‌সি‌সিএ লি‌মি‌টে‌ডের চেয়ারম্যান কে‌বিএম রুহুল আমীন মাধ্য‌মিক শিক্ষা অ‌ফিসার ম‌ফিজুল ইসলাম অংশ নেন। মেলায় সরকা‌রের বি‌ভিন্ন দপ্ত‌রের চ‌ল্লিশ‌টি স্টল স্থান পায়। প্র‌তি‌দিন বি‌ভিন্ন স্কুল ক‌লে‌জের শিক্ষার্থীরা সাংস্কৃ‌তিক অনুষ্ঠা‌ন প‌রি‌বেশন ক‌রে এবং স্টল ঘু‌রে দে‌খে। এছাড়া প্র‌তি‌দিন আ‌লোচনা সভা বাউল গান যাত্রাপালা লালন সংগীতেরও আ‌য়োজন করা হয়।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Must Read
- Advertisement -spot_img
আরও সংবাদ
- Advertisement -spot_img