নিজস্ব প্রতিবেদক: সখীপুরে গ্যাস ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্য বৃদ্ধি এবং খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি। সোমবার দুপুরে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভ মিছিলে উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজাহান সাজু, উপদেষ্টা শরীফ হোসেন পাপপু, সাবেক সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও দলটির যুগ্ম আহ্বায়ক ছবুর রেজা, আকবর হোসেন, আবদুর রাজ্জাক তালুকদার, পৌর কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন আহমেদ, সদস্য সচিব মীর আবুল হাসেম আজাদ, সিনিয়র যুগ্ম আহবায়ক হাজী আবদুল গণি, যুবদলের ফরহাদ ইকবাল, নূর-ই-আজম, নাছির উদ্দিনসহ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলের দুই শতাধিক নেতাকর্মী অংশ নেন।
–বার্তা ডেস্ক: