নিজস্ব প্রতিবেদক: ঢাকাস্থ সখীপুর থানা স্টুডেন্ট এসোসিয়েশনের (ডিএসটিএস) ঈদ পুনর্মিলনী উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিনব্যাপী উপজেলার বহেড়াতৈলে এ উৎসবের আয়োজন করা হয়। দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে ছিল আলোচনা সভা, নৌকা ভ্রমণ, টি-শার্ট বিতরণ, ভর্তা ভাত পরিবেশন এবং ফটোসেশন। উৎসবের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের। ডিএসটিএসের সভাপতি মো. মিরাদুত জামান মিল্কী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত শিকদার, সাধারণ সম্পাদক অনুপম শাজাহান জয় (সাবেক সংসদ সদস্য), শিক্ষাবিদ প্রফেসর আলীম মাহমুদ, কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ-কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদ, ডিএসটিএসের প্রতিষ্ঠাতা সভাপতি বিজয় অনলাইনের ব্যবস্থাপনা পরিচালক একেএম জাহাঙ্গীর, অধ্যক্ষ সাঈদ আজাদ, চিকিৎসক শাহনাজ বেগম নাজ, সংগঠনের সাধারণ সম্পাদক হাবিবুল বাশার প্রমুখ বক্তব্য দেন। পরে বিকেলে সংগঠনের সদস্যরা নকিল বিলে নৌকা ভ্রমণে অংশ নেন। ডিএসটিএসের সাধারণ সম্পাদক হাবিবুল বাশার বলেন, ঢাকার বুকে এটি মেধাবী শিক্ষার্থীদের একটি সংগঠন। সংগঠনটি মূলত শিক্ষার্থীদের কল্যাণের জন্য প্রতিষ্ঠিত হলেও ইতিবাচক সমাজ গঠনে সংগঠনটি দীর্ঘদিন ধরে অসামান্য অবদান রেখে আসছে। ঈদের আনন্দকে পরিপূর্ণ করতে আমাদের এই নির্মল আয়োজন।