মঙ্গলবার, ডিসেম্বর ৫, ২০২৩
Homeসখীপুরসখীপুরে জনতার হাতে ভুয়া পুলিশ আটক

সখীপুরে জনতার হাতে ভুয়া পুলিশ আটক

- Advertisement -spot_img

নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে জনতার হাতে আজাদ মিয়া(২৫) নামের এক ভুয়া পুলিশ আটক হয়েছে। সোমবার দুপুরে উপজেলার কাকড়াজান ইউনিয়নের পলাশতলী বাজার থেকে জনতা তাকে আটক করা হয়। আজাদ ঘাটাইল উপজেলার রামদেবপুর গ্রামের ইয়ারমামুদ মিয়ার ছেলে। স্থানীয়রা জানায়, সোমবার সকালে থেকে উপজেলার পর্যটন এলাকা পলাশতলীতে পুলিশের পোশাক পড়ে আজাদ ঘোরাফেরা করে। তাঁর পরিচয় জিজ্ঞেস করলে প্রথমে নিজেকে পুলিশ সদস্য বলে পরিচয় দেয়। এতে সন্দেহ হলে স্থানীয়রা সখীপুর থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ এসে তাকে জিজ্ঞাসাবাদ করে।সখীপুর থানার ওসি রেজাউল করিম বলেন, ভুয়া পুলিশকে আটকের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশের পোশাক পড়ে সে টিকটক বানাতো। তবে আজাদ মানসিক ভাবে কিছুটা অসুস্থ বলে জানা যায়। পরে স্থানীয় জনপ্রতিনিধিদের সম্মতিতে তাকে ছেড়ে দিয়ে পোশাকটি উদ্ধার করে থানায় আনা হয়েছে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Must Read
- Advertisement -spot_img
আরও সংবাদ
- Advertisement -spot_img